- যদি ব্যবসার স্থানে গ্রাহক কম আসে ও কেই যদি আপনার ব্যবসায় নজর দেয় তাহলে রবিবার দুপুরে পাঁচটি কাগজী লেবু কেটে নিয়ে ব্যবসার জায়গায় রেখে দিন। তার সাথে এক মুঠো গোলমরিচ ও একমুঠো হলুদ রেখে দিন। পরের দিন যখন দোকান অথবা ব্যবসার স্থানটি খুলবেন তখন সমস্ত জিনিসগুলি কোনও নির্জন স্থানে মাটিতে পুঁতে দিন। এই প্রয়োগটির ফলে ব্যবসার স্থানে করা তান্ত্রিক প্রয়োগ শীঘ্রই শেষ হয়ে যায়।
- নতুন ব্যবসায় সফলতা প্রাপ্তির টোটকা
পুরোনো ব্যবসায় সফলতা পেয়ে শিল্পপতি অথবা ব্যবসায়ী নতুন ব্যবসা শুরু করতে চান। প্রায়শই এমন দেখা গেছে যে,পুরোনো ব্যবসা নিজের গতি অনুযায়ী চলতে থাকে,কিন্তু নতুন ব্যবসা সেভাবে চলে না ও ভিন্ন-ভিন্ন ধরনের অসুবিধার সম্মুখীন হতে হয়। এর প্রতিকারের জন্য নিম্ন টোটকাগুলি অনুসরণ করুন।
নিয়ম – শনিবার দিন পুরোনো কার্যালয় থেকে কোনও লোহার বস্তু আনুন। সেটি রাখার আগে ১১ দানা কালো কলাই ডাল উক্ত স্থানে রেখে দিন। লোহার বস্তুটি ও কালো কলাই ডাল নির্দিষ্ট স্থানে রাখুন। মনে রাখবেন যেন বস্তুগুলি দ্বিতীয়বার সামনে -পিছনে না করা হয়। এভাবে করলে নতুন ব্যবসার পরিস্থিতি পুরোনো ব্যবসার মত হয়ে যাবে ও নিঃসন্দেহে সফলতা প্রাপ্তি হবে।
- কালো হলুদের একটি টুকরো ব্যবসায়ীরা নিজের ক্যাশ-বাক্সে রাখুন ও সোনার ব্যবসায়ীরা নিজের সিন্দুকে রাখুন।
- ব্যবসাতে ক্রমাগত ক্ষতি হচ্ছে অথবা ব্যবসা ভালো চলছে না তাহলে কিছুটা আটা নিয়ে দোকান অথবা ব্যবসার জায়গায় মুখ্য দরজার দুইদিকে ছড়িয়ে দিয়ে বলুন ” যার নজর তারই লাগুক। ” এই ক্রিয়াটি শুধুমাত্র শুক্ল পক্ষতে করুন। সম্ভব হলে চেষ্টা করবেন এটা যেন কেউ না দেখে।
- টোটকা জীবনে গভীর সমস্যা সমাধানে সাহায্যকারী হয়ে থাকে। এতে বাড়িতে সুখ-শান্তি বজায় থাকে। ব্যবসা স্থানে বৃদ্ধি হতে থাকে। এই টোটকার প্রভাবে অস্থির লক্ষ্মীও আপনার জন্য স্থায়ীত্ব বজায় রাখে।
- নিয়ম– উপরে বর্ণিত টোটকাটি যন্ত্রম স্বরূপ,এই যন্ত্রমটি ভুজ্যপত্রের উপর জুঁই কলম দিয়ে অষ্টগন্ধা ও গোরোচনের কালি দিয়ে লিখতে হবে ও নিম্নে দেওয়া মন্ত্রের সাহায্যে অভিমন্ত্রিত করে কাঁচের ফ্রেমে বাঁধিয়ে নিয়ে ব্যবসার জায়গায় রেখে দিতে হবে। সকল মনোস্কামনা পূরণ হবে।
মন্ত্র: কচ্চী সুপারী,বাংলা পান,কথা -চুনা,বীর মসান।
জৌ তু খায়ে হমারে হাত কা পান,কটে কলেজা, তজে প্রাণ।
দোহাই হো চমারিন কী,ছু।
টিপ্পনি: লাভের জন্য ২১ বার মন্ত্রটি পড়ে এক মুষ্টি কালো কলাইয়ের দানা নিয়ে অভিষ্ঠ স্থানে বাইরে ভিতরে ছেড়ে দিতে হবে। বিশেষভাবে লাভবান হবেন।