বহুমূত্র রোগ ও বদহজমে ডালিমের কার্যকারিতা / Effectiveness of pomegranate in diabetes and indigestion

বহুমূত্র রোগ নিরাময়

১ চামচ ডালিমের খোসার গুঁড়ো এক কাপ জলের সাথে দিনে ৩ বার সেবন করুন৷ এতে বহুমূত্র রোগ নিরাময় হয়৷ ডালিমের খোসা রোদে শুকিয়ে নিয়ে গুঁড়ো করে নিন৷ ৩ গ্রাম গুঁড়ো সকাল সন্ধে জলের সাথে খেলে বার বার প্রস্রাব পাওয়া থেকে মুক্তি পাওয়া যায়৷

বদহজম

৩ চামচ ডালিমের রসে ১ চামচ জিরা ও সমপরিমাণ গুড় মিশিয়ে খাবার পরে খেলে বদহজমের রোগ ভালো হয়ে যায়৷

ডালিমের শুকনো পাতার গুঁড়ো ৪০ গ্রাম ও সন্ধব নুন ১০ গ্রাম দুটিকে ভালো করে মিশিয়ে গুঁড়ো করুন৷ ৪ গ্রাম করে সকাল ও সন্ধে খাবার আগে জলের সাথে সেবন করলে বদহজম দূর হয়ে যাবে৷

টক-মিষ্টি ডালিমের রস বার করে তার থেকে ১ গ্রাম মুখে নিয়ে আস্তে আস্তে পান করুন৷ এই ভাবে ৮ থেকে ১০ বার করলে মুখের স্বাদ পরিবর্তন হয়ে অন্ত্রের পাচন প্রক্রিয়া ভালোভাবে হবে ও জ্বরের কারণে মুখের অরুচি ভাব দূর হয়ে যাবে৷

মিষ্টি ডালিমের রস মধুতে মিশিয়ে খেলে অরুচি ভাব দূর হয়ে যাবে৷     


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *