হাঁপানি থেকে বাঁচবার জন্য
রসুন হাঁপানি চিকিৎসায় যথেষ্ট উপকারী বলে ধরা হয়ে থাকে৷ এরজন্য ৩০ মিলিলিটার দুধে রসুনের পাঁচটি কোয়া দিয়ে সিদ্ধ করুন ও এই মিশ্রণটি প্রতিদিন সেবন করতে থাকুন৷ এটি হাঁপানি রোগে প্রাথমিক অবস্থায় যথেষ্ট ভালো ফলাফল দেয়৷ এছাড়া আদার গরম চা তে রসুনের দুটি করে কোয়া মিশিয়ে পান করলেও হাঁপানি থেকে মুক্তি পাওয়া যায়৷
কাবাবচিনির উপকারিতা
কাবাবচিনির গুঁড়ো ১০০ গ্রাম ও বাটা ফিটকারী ৫০ গ্রাম মিশিয়ে এই মিশ্রণটি ১ চামচ সকাল ও সন্ধেবেলা লস্যির সাথে সেবন করা উচিত৷ এক কাপ ফুটন্ত জলে এক চামচ কাবাবচিনির গুঁড়ো দিয়ে ঢেকে দিন৷ ১৫-২০ মিনিট পর ছেঁকে ঠাণ্ডা করে নিন৷ এতে ৫ ফোঁটা চন্দন তেল দিয়ে পান করলে প্রস্রাব ভালোভাবে হয় ও ব্যথা দূর হয়ে যায়৷ আপনি চাইলে এতে আধ চামচ বাটা মিছরি দিয়েও পান করতে পারেন৷