কাজে সফলতা পাবার নিয়ম
আপনি যদি কোনও কাজে সফলতা পেতে চান তাহলে একটি নীল রঙের সুতো নিয়ে বাড়ি থেকে বেরোন৷ বাড়ি থেকে বেরোবার পর যে তৃতীয় স্তম্ভটি আপনি দেখতে পাবেন সেখানে সেই নীল সুতোটি নিজের কাজ বলে বেঁধে দিন৷ আপনি সফলতা পেয়ে যাবেন৷
বিদেশ যাত্রা করতে চাইলে এই নিয়মটি করুন
যদি আপনি বিদেশ যাত্রা করতে চান বা ইচ্ছে থাকে তাহলে যে কোনও সংক্রান্তির দিন সাদা তিল ও গুড় নিন৷ সূর্যাস্তের সময় একটি মাটির পাত্রে তিল ও গুড় নিয়ে অশ্বত্থ পাতা দিয়ে পাত্রটি ঢেকে ফেলুন৷ তারপর এই পাত্রটি কোনও আকন্দ ফুলের শিকড়ের কাছে রেখে আসুন৷ ফিরবার সময় পিছন ঘুরে তাকাবেন না৷ বাড়িতে ফিরে অবশ্যই স্নান করে নিন৷ স্নানের জলে অল্প পরিমাণে শুদ্ধ জাফরান মিশিয়ে দিন৷ এই নিয়মটি গুরুর আশীর্বাদ নিয়ে করুন, সফলতা পাবেন৷