কাজে সফল হতে ও বিদেশ যাত্রা করতে চাইলে এই নিয়মগুলি করুন / If you want to be successful at work and travel abroad, follow these rules

কাজে সফলতা পাবার নিয়ম

আপনি যদি কোনও কাজে সফলতা পেতে চান তাহলে একটি নীল রঙের সুতো নিয়ে বাড়ি থেকে বেরোন৷ বাড়ি থেকে বেরোবার পর যে তৃতীয় স্তম্ভটি আপনি দেখতে পাবেন সেখানে সেই নীল সুতোটি নিজের কাজ বলে বেঁধে দিন৷ আপনি সফলতা পেয়ে যাবেন৷

বিদেশ যাত্রা করতে চাইলে এই নিয়মটি করুন

যদি আপনি বিদেশ যাত্রা করতে চান বা ইচ্ছে থাকে তাহলে যে কোনও সংক্রান্তির দিন সাদা তিল ও গুড় নিন৷ সূর্যাস্তের সময় একটি মাটির পাত্রে তিল ও গুড় নিয়ে অশ্বত্থ পাতা দিয়ে পাত্রটি ঢেকে ফেলুন৷ তারপর এই পাত্রটি কোনও আকন্দ ফুলের শিকড়ের কাছে রেখে আসুন৷ ফিরবার সময় পিছন ঘুরে তাকাবেন না৷ বাড়িতে ফিরে অবশ্যই স্নান করে নিন৷ স্নানের জলে অল্প পরিমাণে শুদ্ধ জাফরান মিশিয়ে দিন৷ এই নিয়মটি গুরুর আশীর্বাদ নিয়ে করুন, সফলতা পাবেন৷


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *