বাড়িতে অবস্থিত দেবদেবীদের প্রতিদিন ফুল দিয়ে সাজানো উচিত৷ মনে রাখবেন যেন ফুলগুলি তাজা হয়৷ পবিত্র মনে দেবী দেবতাদের ফুল অর্পণ করলে তারা প্রসন্ন হন, সাধকের ভাগ্যও সুপ্রসন্ন হয়৷ যদি কোনও ব্যক্তি শত্রুর হাত থেকে মুক্তি পেতে চান ও ক্রমাগত তাকে ভয় পান তাহলে কুকুরকে রুটি খাওয়াতে হবে৷ নিয়মিত ভাবে যারা রুটি খাওয়ান, তারা শত্রুদের কখনও ভয় পান না৷
ঋণ নিয়ে যারা অসুবিধায় পড়েছেন তারা পিঁপড়েকে চিনি ও আটা প্রদান করুন৷ এভাবে ঋণ থেকে শীঘ্রই মুক্তি পেয়ে যাবেন৷ যে ব্যক্তিদের পুরানো সম্পত্তি হাত থেকে বেরিয়ে গেছে অথবা কোনও মূল্যবান বস্তু হারিয়ে গেছে, তারা প্রতিদিন মাছকে আটার গুলি খাওয়ান৷ মাছদের আটার গুলি খাওয়ালে পুরানো সম্পত্তি পুনরায় ফিরে পাবার পথ খুলে যায়৷ বাড়ি পরিষ্কার ও পরিছন্ন রাখুন৷
প্রতিদিন বাড়িতে সকালে ঝাড়ু দিন৷ বিকালে বাড়িতে ঝাড়ু দেবেন না বা মুছবেন না৷ এভাবে মা লক্ষ্মী অত্যন্ত রুষ্ঠ হন ও সাধকের আর্থিক ক্ষতি হবার সম্ভাবনা থাকে৷ রোজ যখনই বাড়ি থেকে বেরোবেন, তার আগে মাতা-পিতার চরণ স্পর্শ করুন ও আশীর্বাদ নিন৷ এভাবে আপনার জন্ম ছকে অবস্থিত সমস্ত বিপরীত গ্রহ আপনার অনুকূল হয়ে যাবে ও শুভ ফল প্রাপ্ত হবে৷ এই নিয়মটি করলে আপনার সমস্ত দুঃখ দুর্দশা দূর হয়ে যাবে৷