আকর্ষণ করা-১ / Attract-1

বাড়ি, সমাজ বা কার্যালয় ইত্যাদি স্থানে আকর্ষিত করতে চাইলে বিল্বপত্র ও কাগজী লেবুকে ছাগলের দুধের সাথে মিশিয়ে তার তিলক লাগান৷ এভাবে আপনার আকর্ষণ ক্ষমতা বাড়বে ও প্রত্যেক জায়গায় নিজেকে আরও আকর্ষিত করতে পারবেন৷

দূর্বা ঘাসের দ্বারা প্রভাবকারী বশীকরণ

দূর্বা ঘাসের গুণাগুণ আপনারা সবাই অল্পবিস্তর জেনে থাকবেন৷ শাস্ত্রেও এর বিশদ আলোচনা করা হয়েছে৷ অনেক প্রকারের নিয়মে এর প্রয়োগ করা হয়েছে৷ যদি কোনও ব্যক্তি সাদা গরুর দুধের সঙ্গে সাদা দূর্বা ঘাসের প্রলেপ তৈরি করে তার তিলক লাগায় তাহলে সে কোনও কাজে অসফল হতে পারে না৷


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *