হেঁচকি ও পেটে ব্যথায় আদার কার্যকারিতা / Ginger effectiveness in hiccups and abdominal pain

১৷ হেঁচকি

সমস্ত রকমের হেঁচকিতে পরিষ্কার আদার টুকরো চুষে চুষে খেতে হবে৷

ঘি অথবা জলের সাথে সন্ধব নুন বেটে মিশিয়ে নিয়ে সেটিকে শুঁকলে হেঁচকি বন্ধ হয়ে যাবে৷

এক চামচ আদার রস ২৫০ মিলিলিটার শুদ্ধ গরুর দুধের সাথে মিশিয়ে পান করলে হেঁচকি ভালো হয়ে যাবে৷

এক কাপ দুধ জ্বাল দিয়ে তাতে অর্ধেক চামচ শুকনো আদার গুঁড়ো দিয়ে দিন ও ঠাণ্ডা করে খাইয়ে দিন৷

২৷ পেট ব্যথায়

আদা ও রসুন সমান মাত্রায় বেটে নিয়ে এক চামচ জলের সঙ্গে মিশিয়ে সেবন করুন৷

শুকনো আদা বাটা এক চামচ ও সন্ধব নুন এক গ্লাস জলে গরম করে খেলে পেট ব্যথা, কোষ্ঠকাঠিন্য ও বদহজম ইত্যাদি ভালো হয়ে যায়৷

আদা ও পুদিনার রস অর্ধেক পরিমাণ নিয়ে তাতে এক গ্রাম সন্ধব নুন দিয়ে পান করলে তৎক্ষণাৎ লাভ পাওয়া যায়৷

২ চামচ করে আদা ও তুলসী পাতার রস অল্প গরম জলের সাথে পান করলে পেট ব্যথা ভালো হয়ে যায়৷

এক কাপ গরম জলে অল্প জোয়ান ও ২ চামচ আদার রস দিয়ে পান করলে ভালো লাভ পাওয়া যায়৷

আদার রস ও লেবু রস মিশিয়ে তাতে গোলমরিচের গুঁড়ো দিয়ে চাটলে পেট ব্যথায় আরাম পাওয়া যায়৷

আদার রস ৫ মিলিলিটার, লেবুর রস ৫ মিলিলিটার, গোলমরিচের গুঁড়ো ১ গ্রাম মিশিয়ে পান করলে পেট ব্যথায় আরাম পাওয়া যায়৷


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *