মঙ্গলবার হনুমানের মন্দিরে তুলসীপাতা অর্পণ করুন৷
রাম নাম লেখা হনুমানের ঝাণ্ডা মঙ্গলবারে হনুমানজিকে অর্পণ করুন৷
মঙ্গলবার দিন লাল চন্দন, লাল গোলাপ ফুল ও কুমকুমকে লাল কাপড়ে বেঁধে এক সপ্তাহের জন্য মন্দিরে রেখে দিন৷ এক সপ্তাহের পরে এটিকে বাড়ি অথবা দোকানের সিন্দুকে রেখে দিতে হবে৷
প্রত্যেক মঙ্গলবার শিশুদের মাথার উপর কাঁচা দুধ ১১ বার ঘুরিয়ে নিয়ে কোনও জংলি কুকুরকে বিকালে খাইয়ে দিন৷
সকালে সূর্য ওঠার সময় এক টুকরো গুড় নিয়ে কোনও চৌরাস্তায় গিয়ে দক্ষিণ দিকে মুখ করে দাঁড়িয়ে পড়ুন৷ গুড়টি দাঁত দিয়ে দুটি টুকরো করে নিতে হবে৷ গুড়ের দুটি টুকরো সেখানেই চৌরাস্তায় ফেলে বাড়িতে ফিরত চলে আসুন৷
ক্রমাগত আটটি মঙ্গলবার হনুমানজির মন্দিরে একটি নারকেল নিয়ে যান, তার সিঁদুর দিয়ে স্বস্তিক তৈরি করে হনুমানজিকে অর্পণ করে সেখানে বসে ঋণমোচক মঙ্গল স্তোত্র পাঠ করুন৷
মঙ্গলবার দিন একটি গোটা জলযুক্ত নারিকেল নিয়ে সেটি কোনও পীড়িত ব্যক্তির মাথার উপর ২১ বার ঘুরিয়ে নিয়ে কোনও মন্দিরের আগুনে ফেলে দিন৷ এর সঙ্গে হনুমানজির মূর্তিতে লাল চেলি অর্পণ করে হনুমান চালিসা পড়ুন৷