৩৷ দাঁতের ব্যথা
L মিহি করে বাটা সন্ধব নুন আদার রসের সাথে মিশিয়ে যে দাঁতে ব্যথা হয়েছে, সেখানে লাগাতে হবে৷
L দাঁতে হঠাৎ করে ব্যথা শুরু হলে আদার ছোট ছোট টুকরো ছাড়িয়ে নিয়ে যে দাঁতে ব্যথা হয়েছে, ঠিক তার নিচে চেপে রেখে দিন৷
L সর্দির কারণে দাঁতে ব্যথা হলে আদার টুকরো দাঁতের মাঝখানে চিবালে লাভ পাওয়া যায়৷
৪৷ মুখের দুর্গন্ধ
এক চামচ আদার রস, এক গ্লাস গরম জলে মিশিয়ে কুলকুচি করলে মুখের দুর্গন্ধ দূর হয়ে যায়৷
৫৷ খাদ্যে অনীহা
আদার ছোট ছোট টুকরো লেবুর রসে ভিজিয়ে এতে সন্ধব নুন মিশিয়ে দিন৷ এটি খাওয়ার আগে নিয়মিত ভাবে খেতে হবে৷
৬৷ সর্দি কাশি
জলে গুড়, আদা, লেবুর রস, জোয়ান, হলুদকে সমান সমান মাত্রায় নিয়ে একসঙ্গে সিদ্ধ করুন ও তারপর এর জল ছেঁকে নিয়ে পান করুন৷