সন্তান সম্পর্কিত নিয়ম / Rules regarding children

সন্তানদের জীবনে বাধা মুক্তির নিয়ম

যদি কোনও দম্পত্তির সন্তানদের কোনও প্রকারের বাধা আসে তাহলে দুটি ভাগে নিয়মটি করতে হবে৷ প্রথম নিয়মটি ১১টি বুধবার করতে হবে ও দ্বিতীয় নিয়মটি ১১টি শনিবার করতে হবে৷ দুটির ক্ষেত্রে নিয়মগুলি  সন্ধেবেলা অন্ধকার হওয়ার পরে করতে হবে৷ শুধুমাত্র প্রথম বুধবার ও প্রথম শনিবার কালো ও নীল ৬ মিটার কাপড় নিতে হবে ও তারপর প্রত্যেকবার ১.২৫ মিটার কাপড় নিতে হবে৷ এই নিয়মটি আপনি শুক্লপক্ষের প্রথম শনিবার ও বুধবার থেকে শুরু করুন৷ প্রথমে আপনি বুধবারে করুন, যখন ১১টি বুধবার হয়ে যাবে তারপর ১১টি শনিবার করুন৷ দুটির ক্ষেত্রেই একই জিনিস থাকবে৷ কালো কাপড়ের উপর নীল কাপড়টি রাখুন ও তাতে ৮০০ গ্রাম গোটা মুগ, ৮০০ গ্রাম লাল মসুর, ৫০০ গ্রাম ছোলার ডাল, ৮০০ গ্রাম কাঁচা কয়লা ও ৬টি বড় পেরেক যার মাথায় চুন লাগাতে হবে৷ সমস্ত সামগ্রী একসাথে বেঁধে একটি পুঁটুলি তৈরি করুন ও সাতবার প্রথমে স্বামী, স্ত্রীর উপর ও তারপর স্ত্রী, স্বামীর উপর ঘুরিয়ে নিয়ে কোনও তীব্র প্রবাহমান জলে ভাসিয়ে দিন৷

সন্তানদের আয়ু বৃদ্ধির সরল নিয়ম

প্রায়শই দেখা যায় যে, কোনও ব্যক্তির কন্যা সন্তানের জন্ম অনেক বেশি হলেও যখনই পুত্র সন্তানের জন্ম হয় তৎক্ষণাৎ তার মৃত্যু হয়ে যায়৷ এরকম ব্যক্তিদের জন্য এই নিয়মটি অনেকটাই প্রভাবশালী হয়ে থাকে৷ এই নিয়মটি তারাও করতে পারেন যারা মনে করছেন যে, পুত্র সন্তান হবার ফলে তাদের শত্রুদের মধ্যে হিংসার ভাব জন্মাচ্ছে৷ এই নিয়মটি সন্তান জন্ম হবার সাথে সাথে করলে সন্তানের দীর্ঘ আয়ু হবে ও কোনও প্রকারের কুনজর লাগবে না৷ যে দিন সন্তানের জন্ম হবে, সেইদিন অশ্বত্থ গাছের নিচে একটি গর্ত খুঁড়ে নিজের হাতে ১.২৫০ কিলো গুড় ও সমপরিমাণ ওজনের চিনি নিয়ে পুঁতে দিয়ে সন্তানের দীর্ঘায়ুর কামনা করুন৷ যখন সন্তানের জন্ম হয়ে যাবে তখন মিষ্টান্ন বিতরণ করবেন না উপরন্তু যে দেখতে আসবে তার হাতে অল্প নুন দিন৷ এভাবে ক্রমাগত আট দিন পর্যন্ত নিয়মটি করতে থাকুন৷


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *