শিশুদের বয়স বাড়তে থাকলে তারা তখন এমন সব কাণ্ড-কারখানা করে যার ফলস্বরূপ মারাত্মক ক্ষতি হবার সম্ভাবনা থাকে৷ বিশেষ করে যখন একটি শিশু হামাগুড়ি দিতে থাকে তখনই বেশি অসুবিধা দেখা যায়৷ এইজন্য শিশুদের নাগালের মধ্যে যে জিনিসগুলি থাকবে সেগুলিকে তার নাগালের বাইরে রাখুন৷ এর সঙ্গে তারা আশেপাশে এমন কোনও জিনিস রাখবেন না যা সে ছুঁতে পারে অথবা খেতে না পারে৷
শিশুদের রান্নাঘর থেকে দূরে রাখুন৷ এর সাথে মাটিতে কোনও গরম জিনিস রাখবেন না৷ রান্নাঘরে ছুরি বা ওই জাতীয় বস্তু শিশুদের নাগালের বাইরে রাখুন৷
কাঁচের বাসন এমন জায়গায় রাখুন যাতে তারা সেটি ধরতে না পারে৷
জলখাবার, দুপুরের খাবার বা রাত্রে খাবার সময় মনে রাখতে হবে যে, কোনও জিনিস যেন শিশুদের নাগালের মধ্যে না থাকে৷ যদি আপনি কোনও বস্তু ডাইনিং টেবিলে রাখেন তাহলে সেটিকে টেবিলের ধারে না রেখে মাঝখানে রাখুন৷ ধারে রাখলে শিশুরা সহজেই সেটিকে ধরতে পারবে এবং ফেলে দিতে পারে৷
যদি আপনার শিশু হাঁটতে পারে বা বাথরুম শিশুদের নাগালের মধ্যে থাকে তাহলে বাথরুমে রাখা টব অথবা বালতি খালি রাখুন৷ এতে জল ভরে রাখবেন না৷ বাথরুমে ব্যাবহারকারী সমস্ত রসায়নিক জিনিস শিশুদের নাগালের বাইরে রাখুন৷ সাবান ও শ্যাম্পুও দূরে রাখুন৷ সবচাইতে ভালো বাথরুমের দরজা সবসময় বন্ধ রাখা৷
জামাকাপড়ে যদি রসায়নিক জিনিস ব্যাবহার করা হয়, সেগুলিকে শিশুদের নাগালের বাইরে রাখুন৷
নিজের মেকআপ সামগ্রী, সেফটি পিন, কাঁচি, রবার ব্যান্ড ও টুল বাক্স এমন জায়গায় রাখবেন যাতে শিশুরা সেগুলিকে ধরতে না পারে৷
বাড়িতে ব্যবহারকারী ফার্নিচারের কোণগুলি ছুঁচলো রাখা চলবে না, যদিও থাকে তাহলে সেগুলি ঢাকবার দেবার ব্যবস্থা করুন৷ এর সঙ্গে ফার্নিচার এমন ভাবে রাখতে হবে যাতে শিশুদের চলাফেরা করতে অসুবিধা না হয়৷
বাড়িতে কোথাও খোলা পেন, পেন্সিল ইত্যাদি রাখবেন না৷ এগুলি শিশুদের নাগালের বাইরে রাখুন৷