বাড়িতে রাখা পুরানো খবরের কাগজ ও পত্রিকা শিশুদের নাগালের বাইরে রাখুন৷ কারণ শিশুরা এগুলি ছিঁড়ে মুখে দিতে পারে৷ এতে তাদের ক্ষতিগ্রস্ত হবার সম্ভাবনা থাকে৷
যদি আপনি বাড়িতেই জামাকাপড় ইস্ত্রি করেন তাহলে শিশুদের ইস্ত্রি থেকে দুরে রাখুন৷ চেষ্টা করুন যখন আপনার শিশু ঘুমিয়ে পড়বে তখনই ইস্ত্রি ব্যবহার করুন৷
বিদ্যুতের প্লাগের খালি সকেটে ফলস্ প্লাগ লাগান অথবা কভার যুক্ত সকেটের প্রয়োগ করুন৷
বাড়িতে কোনও কীটনাশক বস্তু থাকলে সেটিকে শিশুর নাগালের বাইরে রাখুন৷
বাড়িতে রাখা খালি প্লাস্টিকের বোতল শিশুদের নাগালের বাইরে রাখুন৷
শিশুদের বিছানা জানালার সামনে রাখা উচিত নয় কারণ শিশুরা জানালায় উঠতে চেষ্টা করে ও তার ফলে তার ক্ষতি হবার সম্ভাবনা থাকে৷
শিশুদের বিছানা বেশি উঁচু রাখা উচিত নয়, এমন হতে পারে যে, খেলতে খেলতে তারা হঠাৎ বিছানা থেকে পড়ে গেল বা এমন পরিস্থিতিতে তাদের কোনও আঘাত না লাগে৷
l যদি আপনার বাড়িতে কোনও চারাগাছ থাকে তাহলে দেখতে হবে সেটি যেন বিষাক্ত না হয়৷ কারণ এমন হতে পারে যে, শিশুরা খেলতে খেলতে হঠাৎ গাছের পাতা খেয়ে ফেলল৷ তার সঙ্গে চারাগাছ সম্পর্কিত বস্তু যেমন কাটার, কাঁচি, খুরপি ও গাছের কীটনাশক বস্তু কোনও গোপন জায়গায় রাখুন যাতে শিশুরা সেটিকে নাগালের মধ্যে না পায়৷