শনিদেবকে তুষ্ট রাখার নিয়ম / The rule to keep Shanidev happy

নারকেল তেলে কর্পূর মিশিয়ে মাথায় লাগান৷  

কালো কলাই জলে প্রবাহিত করুন৷

তামা অথবা লোহার পাত্রেই জল পান করুন৷

শনিবারে তেল দিয়ে চাটনি রুটি কালো কুকুরকে খাওয়ান৷

কালো ঘোড়ার নাল অথবা নৌকার পেরেকের আংটি বানিয়ে মধ্যমা  আঙুলে শনিবার দিন ধারণ করুন৷

শনিবারে লোহার পাত্রে সর্ষের তেল ও তামার মুদ্রা রেখে নিজের প্রতিচ্ছবি দেখে শনি মন্দিরে অর্পণ করুন অথবা প্রার্থনারত ব্যক্তিকে দিয়ে দিন৷

শনিবারে সর্ষের তেল, মাংস, ডিম, মদ সেবন করবেন না৷

শনিবারে তেল অথবা মদ প্রবাহিত জলে বিসর্জন দিন৷

পাখিদের বাজরা দিন ও অশ্বত্থ গাছে জল অর্পণ করুন৷


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *