আপনার শরীরে এমনরোগ বাসা বেঁধেছে যার চিকিৎসা হয়ত করিয়ে যাচ্ছেন অথচ আশানুরূপ ফল পাচ্ছেন না, তাহলে আপনি রুদ্রাক্ষের মালায় গ্রহণের সময় সাদা ফুল অর্পণ করুন ও ওঁ ক্রীং রোগ মুক্তায় নমঃমন্ত্রটি জপ করতে থাকুন। পুনরায় একটি সাদা ফুল অর্পণ করে পুনরায় একটি মালা জপুন। এইভাবে ১৯ টি মালা জপলে ১৯ টি সাদা ফুল জমা হয়ে যাবে। গ্রহণের পরের দিন সমস্ত ফুল একসাথে করে কোনও সাদা কাপড়ে মুড়ে দিন। রোগীর শরীরের উপর থেকে ২১ বার ঘুরিয়ে এই জিনিসগুলি দক্ষিণ দিকে ফেলে দিন। রুদ্রাক্ষের মালা রোগীকে পরিয়ে দিন। যদি আপনি এলার্জিতে পীড়িত থাকেন তাহলে সাতদিন পর্যন্ত্য ক্রমাগত উপরোক্ত কাজটি করতে থাকুন। সাতদিনে জমা সাদা ফুলগুলি দক্ষিণ দিকে ফেলে দিন। রোগমুক্তি হয়ে গেলে রুদ্রাক্ষের মালাটি জলে প্রবাহিত করে দিন।