বেশিরভাগ মুক্তো বালুকণা, অথবা ছোট জীব থেকে উৎপত্তি হয়৷ বৈজ্ঞানিক মতে শামুকের শরীরে সুতোর সমান অঙ্গ হয়ে থাকে, যার সাহায্যে সে নিজের শরীরকে বড় শিলাপাথর ও জলীয় স্থানে আটকে রাখে৷ শামুক জলে এক বছরে দুটি ঋতুতে জন্ম নেয়৷ পন্ডিতদের মত অনুযায়ী যে শামুক বড় পাথরের আশ্রয় পেয়ে যায় তারা মুক্তোও তৈরী করতে পারে৷
মুক্তো মনের একাগ্রতাকে সঠিক রাখে ও মানসিক শান্তি বজায় রাখতে সাহায্যে করে৷
মুক্তো ধারণ করলে ব্যক্তির মান-সম্মান ও অর্থ ঐশ্বর্য এবং বৈভব প্রাপ্তি হয়ে থাকে৷
মুক্তো রোগ মুক্তিতে বিশেষ সহায়ক হয়ে থাকে৷
জ্বরে মুক্তো ধারণ করলে লাভ হয়৷
এটি হৃদয়ের স্পন্দন সঠিক ভারসাম্য রাখতে সাহায্যে করে৷
মুক্তো অন্ত্রের রোগ, আলসার ও পেটের রোগে বিশেষ সহায়ক হয়ে থাকে৷