মঙ্গলবার দিনের নিয়ম / Tuesday day rules

মঙ্গলবার হনুমানজির দিন হয়ে থাকে৷ যে ব্যক্তি হনুমানজির আশীর্বাদ পেয়ে গেছেন তাদের সমস্ত কাজ সফল হয়ে যায়৷ মঙ্গলবার এই টোটকাগুলি করলে আপনি লাভবান হবেন৷

মঙ্গলবার দিন রামমন্দিরে যান ও ডান হাতের আঙ্গুল দিয়ে হনুমানজির মাথা থেকে সিঁদুর নিয়ে মা সীতার চরণে লাগিয়ে দিন৷ এতে আপনার সমস্ত মনোস্কামনা পূর্ণ হয়ে যাবে৷

মঙ্গলবার দিন সকালে একটি সুতোয় চারটি লঙ্কা নিচে দিয়ে তার উপরে একটি লেবু লাগান এবং তারপর আরও তিনটি লঙ্কা লাগিয়ে দিন৷ এরপর এটিকে দরজা অথবা ব্যবসার স্থানে লাগিয়ে রাখুন৷ এতে অশুভ প্রভাব নষ্ট হয়ে গিয়ে শুভ প্রভাব পড়তে শুরু করে দেবে৷

মঙ্গলবার দিন অশ্বত্থ গাছের পরিষ্কার ১১টি পাতা নিয়ে পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেলুন৷ এই পাতায় চন্দন অথবা কুমকুম দিয়ে শ্রীরাম লিখুন৷ এরপর হনুমানজির মন্দিরে গিয়ে পাতাগুলি অর্পণ করে দিন৷ এতে জীবনে কোনও প্রকার দুঃখ থাকবে না৷

প্রত্যেক মঙ্গলবার কাছাকাছি কোনও মন্দিরে গিয়ে হনুমানজিকে বেনারসি পান অর্পণ করুন৷ এভাবে এই নিয়মটি করলে আপনার জীবনে সর্বদা হনুমানজির কৃপা থাকবে ও আপনার সমস্ত কাজ সফল হয়ে যাবে৷

মঙ্গলবার সকালে লাল গরুকে রুটি দেওয়া শুভ হয়৷

ঙ্গলবারে হনুমান মন্দির অথবা গণেশের মন্দিরে নারকেল রাখা ভাল৷

মাটির পাত্রে হনুমানজিকে বোঁদের ভোগ লাগাতে হবে৷ তারপর তা গরিবদের দান করুন৷


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *