বড় এলাচের উপকারিতা / Benefits of large cardamom

মাথা ব্যথা

এলাচ বেঁটে নিয়ে মাথায় লাগালে মাথা ব্যথা ভালো হয়ে যায়৷ এর গুঁড়ো শুঁকলেও মাথা ব্যথা ভালো হয়ে যায়৷

পেটে ব্যথার জন্য

২টি এলাচ বেটে নিয়ে মধুতে মিশিয়ে খেলে পেট ব্যথা সেরে যায়৷

কাশি ও হেঁচকির সমস্যা হলে

এলাচ খেলে কাশি ও হেঁচকি সংক্রান্ত সমস্যা থাকে না৷ এলাচ, খেজুর ও আঙুরকে মধু দিয়ে চাটলে কাশি ও দুর্বলতা থাকে না৷ 

মূত্রে কষ্ট হলে

এলাচ দুধের সাথে সেবন করলে প্রস্রাবের জ্বলন সমস্যা থাকে না৷ এলাচ দানার গুঁড়ো মধুতে মিশিয়ে পান করলে মূত্র সমস্যা থাকে না৷ ৩০ গ্রাম এলাচ ও বংশলোচন নিয়ে চন্দনের তেলে মিশিয়ে এর ১৪টি গোল্লা তৈরি করে সেবন করলে প্রস্রাবের সমস্যা দূর হয়ে যায়৷

অ্যাপেনডিসাইটিস 

অ্যাপেনডিসাইটিস রোগে এলাচের সেবন বিশেষ লাভদায়ক হয়ে থাকে৷

রক্তাল্পতা

সকালে উঠে খালি পেটে ২ টি এলাচ প্রতিদিন সেবন করুন ও তারপর দুধ অথবা জল খান৷ এতে রক্তাল্পতা থেকে মুক্তি পাওয়া যায়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *