পড়াশোনার প্রয়োজন / Need to study

ভারতীয় শাস্ত্রবিদরা মূর্খ মানুষের তুলনা পশুর সঙ্গে করেছেন৷ বিদ্যা ও জ্ঞান মানুষের প্রধান বৈশিষ্ট্য৷ জীবজন্তুর তুলনায় মানুষের মধ্যে জ্ঞান ও শক্তির কিছু বৈশিষ্ট্য থাকে৷ কিন্তু নিরক্ষর ব্যক্তির জীবন নিশ্চিতভাবে পশুদের মতো হয়ে থাকে৷ নিরক্ষর ব্যক্তি কোনওভাবেই নিজের লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হন না৷
ব্যক্তি নিজে পরিশ্রম করে তার জীবনে প্রয়োজনীয় চাহিদা পূরণ করে থাকেন৷ তাকে অনেক অভাব, অসুবিধা ও নানান কঠিন সমস্যার মধ্যে দিয়ে জীবন কাটাতে হয়৷ যে ব্যক্তির জ্ঞান বিদ্যা কম হয় তার জীবনের প্রতিটি পদক্ষেপে সবসময়ই অভাব থাকে৷
সব ব্যক্তিই যেন নিজের জীবনে পড়াশোনা করেন৷ কারণ পড়াশোনা না জানা থাকলে জীবনে প্রতিটি পদক্ষেপেই হোঁচট খেতে হয়৷ সেইজন্য প্রাচীনকাল থেকেই মুনিঋষিরা প্রত্যেক ব্যক্তিকে সাধ্যানুযায়ী বিদ্যা অর্জন করবার জন্য পরামর্শ দিয়েছেন৷

পড়ার সময় পূর্ব অথবা উত্তর দিকে মুখ করে পড়াশোনা করা উচিত৷
পড়াশোনার সময় সাদা অথবা হালকা রঙের পোশাক পড়া উচিত৷ এতে মনে একাগ্র ভাব আসে৷ উজ্বল অথবা বিচিত্র পোশাক পরিধান করলে মনে মানসিক অশান্তি আসে৷ এতে মনের একাগ্রতার বিঘ্ন হয়ে পড়াশোনায় ক্ষতি হয়৷

পড়ার বইতে লাল সুতো রাখলে জ্ঞান ও বিদ্যায় পারদর্শী হওয়া যায়৷
বইতে ময়ূরের পালক রাখলে লাভ পাওয়া যায়৷
হাতের আঙুলের সাহায্যে জ্ঞান মুদ্রা প্রতিদিন ৫ মিনিট করলে স্মরণ শক্তি তীব্র হয়৷


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *