মামলা মোকদ্দমায় জয়ী হবার জন্য : পাঁচটি গোমতী চক্র পকেটে রেখে কোর্টে যান৷ মোকদ্দমার ফলাফল আপনার পক্ষে হবে৷
বাড়িতে ঝগড়া বন্ধ করবার জন্য : যদি কোনও বাড়িতে অনেক বেশি কলহ হয়ে থাকে, তাহলে এই নিয়মটি করতে পারেন৷ যখনই বাড়িতে আটা পেষাবেন তখন শুধুমাত্র সোমবারই পেষান৷ পেষানোর আগে এতে অল্প কালো ছোলা দিয়ে দিন৷ এই মিশ্রিত আটা যেমন যেমন বাড়ির সবাই খাবে, বাড়িতে ঝগড়া কলহ থাকবে না৷
যদি কোনও কাজে বাধা-বিঘ্ন আসে : যদি আপনার কোনও কাজে বাধা বিঘ্ন আসে ও যথাসম্ভব চেষ্টার পরেও সেটি সফল না হয় তাহলে বুধবার দিন এক কৌটো বাসমতি চাল দান করলে আটকে যাওয়া অর্থ ফেরত পাবেন৷ যদি বাড়িতে আর্থিক অনটন থাকে, অনেক বেশি ঋণের বোঝা অথবা ব্যবসা চলছে না তাহলে একটি চকচকে লাল কাপড় নিন৷ এটিকে পেতে লাল চন্দনের টুকরো, লাল গোলাপ ফুল, কুমকুম ও ৫৮ পয়সা রাখুন৷ তারপর লাল কাপড়ে সমস্ত জিনিসগুলি বেঁধে পুঁটলি তৈরি করে বাড়ির সিন্দুকে রেখে দিন৷ এতে সমস্ত কাজ সম্পন্ন হয়ে যাবে ও মা লক্ষ্মী আপনার বাড়িতে বিরাজমান হবেন৷ এই নিয়মটি প্রত্যেক নবরাত্রিতে করলে আপনি ধনবান হতে থাকবেন৷