অলসতা-কারণের জন্য
অনেক সময় অলসতার কারণে কাজে মন না বসলে মঙ্গলবার দিন লাল প্রবাল নিয়ে আসুন। এটিকে রুপোর আংটিতে স্থাপন করুন। এটি মঙ্গলবারে ধারণ করতে হবে ও আংটি ধারণ করবার সময় এটিকে হনুমানজির চরণে স্পর্শ করে শ্রী রাম দুতায় হনূমান নমঃ বলে ধারণ করুন। কিছুদিনের মধ্যে অলসতা ভাব কেটে যাবে। এই কাজটি শুক্ল পক্ষের মঙ্গলবারে ধারণ করতে হবে
5 সন্তান সুখের জন্য করণীয় টোটকা
মঙ্গলবার দিন গাঢ় লাল কাপড় নিন। এতে কিছুটা সন্ধক নূন বেঁধে নিন। এরপর হনূমান মন্দিরে গিয়ে কাপড়ের পুঁটলিটি হনুমানজির পায়ে স্পর্শ করান। ফেরত এসে গর্ভবতী মহিলার কোমরে বেঁধে দিন। গর্ভপাত হবে না। গর্ভবতী না হওয়া, সন্তান জন্মের পর মারা যাওয়া এইসব ক্ষেত্রেও এই টোটকাটি অভূতপূর্ব কাজ করে।