ত্রুটিপূর্ণ পোখরাজ ধারণে ক্ষতি / Damage to defective topaz retention

সাদা পোখরাজ ধারণ করলে শরীরে অস্ত্রের আঘাত বা যে কোনও আঘাত থেকে ক্ষতিগ্রস্ত হবার আশঙ্কা থাকে৷      

পোখরাজ ফাটা বা চির ধরা থাকে, এই জাতীয় পোখরাজ ধারণ করলে বন্ধু বান্ধবের সাথে বিরোধ হবার আশঙ্কা থাকে৷

যে পোখরাজ চকচকে থাকে সেটি গ্রহণ করলে ধারণকারীর স্বাস্থ্যের ক্ষতি হবার আশঙ্কা থাকে৷

যে পোখরাজে লাল ছিটে দাগ থাকে সেটি গ্রহণ করলে ধারণকর্তার অর্থ সংক্রান্ত সমস্যা হতে পারে৷

যে পোখরাজে কালো ছিটে দাগ থাকে, এই জাতীয় পোখরাজ ধারণে গৃহস্থীর জীবনে খারাপ প্রভাব পড়তে পারে৷

যে পোখরাজে গর্ত দেখা থাকে, সেই জাতীয় পোখরাজ ধারণে অর্থ সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে৷

যে পোখরাজ জালের মতো দেখায়, সেই জাতীয় পোখরাজ ধারণ সন্তান সুখের জন্য ক্ষতিকর হতে পারে৷

পোখরাজে দুটি রং থাকলে এটি শরীরে রোগ বৃদ্ধিতে সহায়ক হয়ে থাকে৷


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *