ঢেঁড়শের ব্যবহারে রোগ সারান / Cure the disease with the use of lady’s finger

আমাশয়

এর তরকারি সেবন অন্ত্রের বিভিন্ন সমস্যা দূর করে থাকে৷ এইজন্য আমাশয় থেকে মুক্তি পেতে এই সব্জি খাওয়া উচিত৷

প্রস্রাবে জ্বলন সমস্যা

প্রস্রাবে জ্বালা দূর করতে ঢেঁড়শের তরকারি খেলে লাভ পাওয়া যায়৷

ধাতু দুর্বলতা 

২০ থেকে ২৫ টি নরম ঢেঁড়শ প্রতিদিন খেলে ধাতু দুর্বলতা দূর হয়ে শরীরে শক্তির সঞ্চার হয়ে থাকে৷

আমবাত

ঢেঁড়শের মূল চিনির সাথে সেবন করলে আমবাত থেকে মুক্তি পাওয়া যায়৷

অণ্ডকোষ বৃদ্ধি

বুধবার ঢেঁড়শের শিকড় কোমরে বাঁধলে হার্নিয়া রোগ সেরে যায়৷ 

ডায়বেটিস রোগ থেকে মুক্তি

ডায়বেটিস রোগ থেকে মুক্তি পেতে ঢেঁড়শের ডাঁটি কেটে নিন৷ এগুলি রোদে শুকিয়ে নিয়ে বেটে বা পিষে গুড়ো করে ময়দার চালনি দিয়ে ছেঁকে নিন৷ এতে সমান মাত্রায় মিছরি মিশিয়ে আধ চামচ সকালে খালি পেটে ঠাণ্ডা জল দিয়ে প্রতিদিন খান৷ এতে ডায়বেটিস রোগ ভালো হয়ে যায়৷


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *