কাজে সফল হওয়ার জন্য
যদি আপনি কোনও কাজে যাচ্ছেন ও চাইছেন যেন সেই কাজে সফলতা আসে তাহলে নীল রঙের একটি সুতো নিয়ে বাড়ি থেকে বেরোন৷ বাড়ি থেকে বেরিয়ে যে তৃতীয় স্তম্ভটি আপনি দেখবেন, সেখানে নিজের কাজের কথা বলে সুতোটি বেঁধে দিন৷ আপনার কাজ সফল হবার সম্বাবনা বেড়ে যাবে ও আপনার কাজটি সফল হয়ে যাবে৷
ব্যবসাতে ক্ষতি হলে এই নিয়মটি করুন
যে ব্যবসায়ীর ব্যবসা চলতে চলতে হঠাৎ থেমে গেছে এবং শত চেষ্টার পরেও চলছে না তাহলে প্রত্যেক মঙ্গলবারে ১১টি অশ্বত্থ গাছের পাতা নিন৷ পাতাটিকে গঙ্গাজল দিয়ে ধুয়ে লালচন্দন দিয়ে সাতবার রাম নাম লিখুন৷ এরপর হনুমানজির মন্দিরে গিয়ে অর্পণ করে আসুন ও প্রসাদ বিতরণ করুন৷ এই মন্ত্রটির জপ যতবার সম্ভব করতে থাকুন৷ এই নিয়মটি সাতটি মঙ্গলবার ক্রমাগত করুন ও সম্ভব হলে নিয়মটি গোপনীয় ভাবে করুন৷
প্রেম বিবাহে সফলতা পান এই নিয়মে
যদি আপনি কাউকে ভালোবাসেন ও তাকে বিবাহ করতে চান, তাহলে ভগবান বিষ্ণু ও লক্ষ্মীর মূর্তি অথবা ছবির সামনে বসে শুক্লপক্ষের বৃহস্পতিবার থেকে শুরু করুন৷ ‘লক্ষ্মীনারায়ণ নমঃ’ মন্ত্রটি রোজ তিনটি মালা জপ করুন৷ কাঁচের মালা দিয়ে জপ করুন৷ তিন মাস পর্যন্ত প্রত্যেক বৃহস্পতিবার মন্দিরে প্রসাদ অর্পণ করুন ও বিবাহ হয়ে যাবার জন্য প্রার্থনা করুন৷ মনোবাঞ্চিত ফল পেয়ে যাবেন৷