জীবনে চলার পথে প্রয়োজনীয় নানা টোটকা / Necessary tips on the way to life

পীড়িত ব্যক্তিকে সুস্থ করবার জন্য : যদি বাড়িতে কেউ পীড়িত থাকেন তাহলে মুক্তোর শাঁখে জল ভরে পুজোর স্থানে রাখুন ও ওষুধ সেবন শাঁখের জলের সাথে করুন৷ পীড়িত ব্যক্তির স্বাস্থ্যের উন্নতি হতে থাকবে ও শীঘ্রই সে সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যাবে৷

লক্ষ্মী প্রাপ্ত করবার জন্য : সোমবার দিন সকালে স্নান করে শিবলিঙ্গের পুজো করুন৷ পুজোতে নিজের সাথে প্রায় ৫০০ গ্রাম অথবা ১ কিলো চাল নিয়ে বসুন৷ এরপর শিবলিঙ্গে যথাসম্ভব বিধি নিষেধ মেনে পুজো করুন৷ পুজোর পরে এক মুঠ চাল শিবলিঙ্গে অর্পণ করুন৷ অবশিষ্ট চাল কোনও মন্দিরে দান করুন অথবা কোনও প্রয়োজনীয় ব্যক্তিকে দান করুন৷ এভাবে ক্রমাগত পাঁচটি সোমবার করলে বাড়িতে লক্ষ্মীর আগমন ঘটবে৷

মনোস্কামনা পূরণের জন্য ও সমস্ত কষ্ট থেকে মুক্তির জন্য : আপনি সকালে কোনও শুভ মুহূর্তে অথবা পূর্ণিমার দিন চালকে জাফরান অথবা হলুদ দিয়ে রং করে হলুদ করে নিন৷ চালের কোনও দানা যেন ভাঙা অবস্থায় না থাকে৷ এবার এই চালগুলি নিয়ে কোনও মন্দিরে অর্পণ করে দিন ও আপনার মনোস্কামনা নিবেদন করুন৷ শীঘ্রই আপনার সমস্যা দূর হয়ে যাবে৷


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *