কিছু বিশিষ্ট টোটকা / Some prominent totkas

হীরা অথবা প্রবাল ধারণ করা ব্যক্তির বিষধর জন্তুর কাছ থেকে কোনও ভয় থাকে না৷

যদি কোনও কুষ্ঠি বিচার না করে বিয়ে হয় অর্থাৎ সেটা প্রেম করে বিয়ে হোক বা সামাজিক নিয়মে তখন আপনি নিম্ন নিয়মগুলি করুন৷

মেয়ের বিয়ের সময় সাত পাকের আগে হলুদ রঙের সুতোয় পাঁচটি গিঠ দিয়ে হাতে পরিয়ে দিন৷ এমনভাবে পরাবেন যেন বাঁধা সুতোটি হাতের চুড়িতে গিয়ে স্পর্শ করে৷ বিদায়ের সময় গঙ্গাজলে অল্প পরিমাণে শুদ্ধ হলুদ দিয়ে মেয়ের মাথা থেকে ঘুরিয়ে নিয়ে তার আগে ফেলে দিন ও হাতের সুতোটি বেঁধে দিন৷ এই সুতোটি মা পার্বতীর চরণে রেখে দিন৷ জীবন সুখময় হয়ে উঠবে৷

কৃতিকা নক্ষত্রে লোহার আংটি ধারণ করলে ভূত-প্রেত, জাদু-টোনার ভয় থাকে না৷ এই আংটি রক্ষাত্মক হয়৷ রবি পুষ্যা যোগে কালো ধুতরা ফুলের শিকড় ধারণ করলে ভয় দূর হয়ে যায়৷

যদি কারোর মৃগী ইত্যাদি রোগ হয়ে থাকে, তাহলে গাধার সামনের ডান পায়ের ক্ষুর নিয়ে নিজের আঙুলে ধারণ করা উচিত৷

মুড়মুড়িয়ার সবুজ রস মালিশ করলে সমস্ত ধরনের ব্যথার উপশম হয়৷

গাধার দাঁত কারোর মাথার কাছে রেখে দিলে তার অনিদ্রা রোগ দূর হয়ে যায়৷ সম্ভোগরত গাধার লেজের লোম নিয়ে নিজের ঊরুতে বেঁধে নিলে শীঘ্রপতন ব্যাধি থেকে মুক্তি পাওয়া যায়৷ মুড়মুড়িয়ার শিকড় শুকিয়ে নিয়ে তার চূর্ণ তৈরি করুন৷ সকালে ও সন্ধেবেলায় দুধের সাথে সেবন করলে শরীরে শক্তির সঞ্চার হয়৷

Pages

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *