কফি পানে উপকার / Benefits of drinking coffee

শারীরিক ও মানসিক চাপ

কফি পান করলে শরীর ও মনে উৎফুল্লতা ভাব থাকে ও খাবার পরে পেট সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়৷ খাবার পরে কফি পান করলে শরীর ও মন হাল্কা হয়৷

মাদক প্রভাব নাশক

কড়া কফি পান করলে মদিরা ও আফিমের বিষের প্রভাব নষ্ট হয়ে যায়৷

মাথা ঘুরলে (সমুদ্র যাত্রার সময়)

সমুদ্র যাত্রার সময় বমি বমি ভাব ও মাথা ঘোরা থেকে মুক্তি পেতে যাত্রার প্রায় একঘন্টা আগে কড়া কফি পান করুন ও বোতলে কফি ভরে নিয়ে নিজের সঙ্গে রেখে যাত্রার সময় পান করতে থাকুন৷ এতে সমুদ্র যাত্রার সময় হওয়া সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে৷

হার্নিয়া থেকে মুক্তি পেতে

ক্রমাগত কফি পান করা ও হার্নিয়ার জায়গা কফি দিয়ে ধুলে ফোলা ভাব ভালো হয়ে যায়৷ মৃত্যু মুখে যাওয়া ব্যক্তিও কফি পান করলে বিশেষ লাভবান হয়ে থাকে৷

সাবধানতা

কফি ক্রমাগত দীর্ঘ সময় পর্যন্ত পান করলে স্নায়ু দুর্বল হয়ে যায়৷ স্বাস্থ্যের ক্ষতি হয়৷ অতএব এটি ওষুধ হিসাবে প্রয়োজন পড়লেই পান করা উচিত৷

হাঁপানি অথবা শ্বাসের কষ্ট

হাঁপানি রোগীদের নিশ্বাসের সমস্যা হলে কফি পান করলে আরাম পাওয়া যায়৷ হাঁপানির কষ্ট হলে গরম গরম কফি দুধ ও চিনি ছাড়া পান করলে আরাম পাওয়া যায়৷

কাশি

অত্যাধিক কাশিতে দুধ ছাড়া গরম কফি পান করলে আরাম পাওয়া যায়৷

সর্দি লেগে গেলে

অত্যাধিক সর্দি লাগলে কফি পান করলে শরীরে গরমের অনুভব হয়৷


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *