যে মন্ত্রটি আমি বলতে চলেছি তা নিয়মিত জপের অভ্যাস করলে সেই ব্যক্তি অবশ্যই সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী হবে৷ আমার সংগ্রহে এরকম অনেক মন্ত্র আছে৷ এইসব মন্ত্র শুধুমাত্র মানুষের কল্যাণের জন্যই আমি বলব কিন্তু উপরন্তু সামাজিক স্বর্গীয় কল্যাণের জন্যও বটে৷ আমার প্রচুর আশীর্বাদধন্য মানুষ ও নিকটতম ব্যক্তি তারা তাদের দৈনন্দিন জীবনযাত্রার মধ্যেও এই মন্ত্রগুলি নিয়মিত অনুশীলন করে৷
মন্ত্রটি জপ করার নিয়ম হল যিনি যা যারা এই জপ করবেন তারা সকালে স্নান করে বিছানায় উত্তর বা পূর্বদিকে মুখ করে বসে এই মন্ত্র নিয়মিত জপ করবেন৷ প্রতিদিন ১০৮ বা করে তিনমাস ধরে এই মন্ত্র জপ করতে হবে৷
এই মন্ত্র জপ করার ফলে আপনার কাজে সাফল্য আসতে থাকবে এবং আপনার চারপাশে সমস্ত নেতিবাচক প্রভাব ধবংস হবে৷ আপনি সকল কুপ্রভাব থেকে রক্ষা পাবেন এবং আপনি সৌভাগ্য লাভ করবেন৷ আমি আশা করব আমার ব্লগ পাঠকেরা এই নিয়মে জপ করুন এবং সৌভাগ্য লাভ করুন৷ মন্ত্র : ’ ওঁ সৌভাগ্যায় নমঃ ’