অর্থ সঞ্চয়ের টোটকা / Money saving totka

যারা অনেক রোজগার করেও টাকা জমাতে পারছেন না বা যে কোনও কারণে জমা টাকা খরচ হয়ে যাচ্ছে তাদের জন্য এই নিয়মগুলি খুবই ফলপ্রদ৷

খুব বেশি আর্থিক অসুবিধায় পড়লে, সেই ব্যক্তির উচিত, যে কোনও লাল রঙের কাপড় ও মুসুরির ডাল  ব্যবহার না করা।

খুব বেশি আর্থিক অসুবিধায় পড়লে, সেই ব্যক্তি যদি প্রতি শুক্রবার তুলসী গাছের সামনে একটি মাটির প্রদীপে ঘি ও মাখন সমভাবে মিশিয়ে নিয়ে জ্বালান, তাহলে এই অসুবিধা থেকে অচিরেই মুক্তি পাবেন।

বেশি আর্থিক অসুবিধায় পড়লে, সেই ব্যক্তি যদি প্রতি বৃহস্পতিবারে তুলসী গাছের গোড়ায় কিছুটা কাঁচা দুধের সাথে, খুব সামান্য চিনি মিশিয়ে ঢালেন, তাহলে এই অসুবিধা থেকে চটজলদি মুক্তি পাবেন।

কোথাও টাকা আটকে যাবার জন্য খুব বেশি আর্থিক অসুবিধায় পড়লে, প্রতি সোমবার শিবলিঙ্গে কাঁচা দুধ, মধু, ঘি, দই, দিয়ে স্নান করিয়ে বেলপাতা, ফুল, ও ধূপকাঠি , মোমবাতি জ্বেলে অর্চনা করলে  লাভবান হবেন।      

অনেকেই বলেন, টাকা আয় করছি  কিন্তু কিছুতেই টাকা জমাতে পারছিনা, এক্ষেত্রে সেই ব্যক্তি আলমারিতে লাল শালু কাপড় পেতে, তার উপর টাকা পয়সা রাখলে এই অসুবিধা থেকে অচিরেই মুক্তি পাবেন ও অর্থ সঞ্চয় ও শুরু হয়ে যাবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *