পোখরাজকে বৃহস্পতির রত্ন বলা হয়৷ বৃহস্পতি গ্রহকে জীবনদাতা বলা হয়েছে৷
পোখরাজ ধারণ করলে মেয়েদের বৈবাহিক সুখ প্রাপ্তি হয়৷
বৃহস্পতিকে পুত্র সন্তানের কারক বলা হয়েছে,অতএব পোখরাজ ধারণ করলে পুত্রসন্তান প্রাপ্তি হয়ে থাকে৷
ধর্ম-কর্ম ও আধ্যাত্মিক উন্নতির জন্য পোখরাজ ধারণ অত্যন্ত লাভদায়ক হয়ে থাকে৷
পোখরাজ ধারণে ভূত-প্রেত জনিত ইত্যাদি অশুভ বাধার নিবারণ হয়ে থাকে৷
পোখরাজ ধারণে কণ্ঠস্বর সুমধুর ও গলায় নানারকম পীড়া থেকে মুক্তি পাওয়া যায়৷
পোখরাজ জন্ডিস, প্লীহা, কাশি, দাঁতের রোগ, অর্শ,আলসার, মুখের দুর্গন্ধ, পিত্ত জ্বরাদি ইত্যাদি রোগের চিকিৎসার জন্য পোখরাজ ব্যবহার করা হয়ে থাকে৷
গলার রোগ, মাথা ব্যথা, শ্বাসজনিত সমস্যা, টিবি, হৃদরোগ জনিত সমস্যায় পোখরাজ ধারণ লাভবান হয়ে থাকে৷
হলুদ পোখরাজ শরীরের মেদ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এবং যে ব্যক্তির স্বাস্থ্য দুর্বল থাকে তাকে ভালো স্বাস্থ্যের জন্য পোখরাজ ধারণ করালে লাভবান হয়ে থাকে৷ পোখরাজ ধারণ করলে রক্তচাপ নিয়ন্ত্রণ থাকে৷