মা লক্ষ্মীর কৃপা পেতে / To get the grace of mother Lakshmi

যে কোনো পূর্ণিমার দিন বা মা লক্ষ্মীর পূজার দিন , যদি রবিবার, সোমবার, বা বৃহস্পতিবার হয়, সেদিন থেকে এই মন্ত্রটি জপ শুরু করতে হবে। যিনি জপ করবেন, তিনি অবশ্যই মা লক্ষ্মীর একটি ছবি জোগাড় করে সেটিকে তাঁর আসনের সামনে স্থাপন করবেন।উত্তর বা পূর্ব দিকে মুখ করে বসবেন। মা লক্ষ্মীর ছবিটিতে একটি মালা পড়াবেন।

যিনি জপ করবেন, তিনি অবশ্যই শুদ্ধচিত্তে ধূপকাঠি ও প্রদীপ জ্বেলে নেবেন, প্রথম দিন থেকে শুরু করে, ১০০ দিন ১০০৮ বার করে জপ করবেন, কোনো প্রকার বাঁধা পড়লে পুনরায় শুরু করতে হবে। ১০০৮ বার করে ১০০ দিন জপ করলে মন্ত্রটি সিদ্ধ্ হবে। মন্ত্রটি সিদ্ধ্ হয়ে গেলে সকল প্রকার আর্থিক অভাব অনটন দূর হবে।  মন্ত্রটি প্রতিদিন একই সময়ে জপ করলে বেশি ভালো ফল পাবেন।

মন্ত্রঃ ” ওঁ শ্রীং হ্রীং ক্লীং শ্রীং সিদ্ধলক্ষ্ম্যৈ নমঃ   
মন্ত্রটি জপ করে নিয়ে তারপর মাত্র ১০ বার মা লক্ষ্মীর গায়ত্রী মন্ত্রটি জপ করে নেবেন।
মা লক্ষ্মীর গায়ত্রী মন্ত্র ; ” ওঁ মহাদেব্যৈ চ বিদ্মহে বিষ্ণুপত্নৈ চ ধীমহি তন্নো দেবী প্রচোদয়াৎ”


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *