সুন্দর চুলের জন্য : অল্প বয়সে চুল পেকে গেলে শুকনো আমলকি ৩০ গ্রাম, কুল ১০ গ্রাম, আমের শাঁস ৫০ গ্রাম ও লোহার গুঁড়ো ১০ গ্রাম সারারাত একটি লোহার কড়াইয়ে ভিজিয়ে রাখুন৷ চুলে প্রতিদিন এই মিশ্রণের প্রলেপ দিলে কিছু দিনের মধ্যে চুল কালো হয়ে যায়৷ আমলকি, রিঠা, শিকাকাই এগুলিকে একসঙ্গে মিশিয়ে এর প্রলেপ দিয়ে চুল পরিষ্কার করলে চুল মোলায়েম, ঘন ও লম্বা হয়৷
যোনিতে জ্বলন, চুলকানি : আমলকির রস ২০ মিলিলিটার, ১০ গ্রাম মধু ও ৫ গ্রাম মিছরি মিশিয়ে মিশ্রণ তৈরি করে পান করলে যোনিতে জ্বলন বা চুলকানি ভালো হয়ে যায়৷ আমলার রসে চিনি দিয়ে সকাল সন্ধেবেলা সেবন করলে ভালো ফল পাওয়া যায়৷
অর্শের সমস্যা হলে : আমলকি ভালো ভাবে বেটে নিয়ে একটি মাটির পাত্রতে লেপন করে নিতে হবে৷ তারপর সেই পাত্রে ছানা নিয়ে সেই ছানা রোগীকে খাওয়ালে অর্শ রোগ ভালো হয়ে যায়৷ অর্শের জায়গা থেকে রক্ত প্রবাহিত হলে ৩-৮ গ্রাম আমলকির গুঁড়ো দইয়ের মালাইয়ের সাথে সেবন দিনে ২-৩ বার করতে হবে৷ শুকনো আমলকির গুঁড়ো ২০ গ্রাম, ২৫০ মিলিলিটার জলে মিশিয়ে মাটির পাত্রে সারারাত ভিজিয়ে রাখতে হবে৷ পরের দিন সকালে হাত দিয়ে ঘষে সেটিকে ছেঁকে নিন৷ তারপর এই জলটিতে ৫ গ্রাম অপমার্গের চূর্ণ ও ৫০ গ্রাম মিছরি মিশিয়ে পান করুন৷ এটি পান করলে অর্শ কিছুদিনের মধ্যে ঠিক হয়ে যাবে ও শুকিয়ে যাবে৷ শুকনো আমলা গুঁড়ো করে প্রতিদিন সকাল-সন্ধেবেলা ১ চামচ দুধের সাথে পান করলে অর্শ ভালো হয়ে যায়৷ আমলার চূর্ণ ১ চামচ দই অথবা মালাইয়ের সাথে দিনে তিন বার সেবন করুন৷