ব্যবসা সংক্রান্ত একটি অনব্যদ টোটকা / An impeccable totka about business

আমরা সাধারণত দুই ধরনের ব্যবসায়র কথা জানি৷ একটি নিজের মালিকানায় আর একটি হল অংশীদারী ব্যবসা৷ আপনি ব্যবসায় উন্নতি করতে চাইলে শ্রী গণেশ ঠাকুরকে আপনার অংশীদার করে নিন৷ অর্থাৎ আপনার ব্যবসার স্থানে পূজিত গণেশ ঠাকুরের সামনে দাঁড়িয়ে প্রণাম করে বলুন যে তাঁকে আপনার ব্যবসায় অংশীদার হতে৷ এই অংশীদারী ব্যবসায় যা লাভ হবে তার থেকে কিছু অংশ তিনি পাবেন৷


আপনার বিল বই, চালান, লেজার ইত্যাদির মধ্যে তাঁর নাম মালিকের নামের সঙ্গে জুড়ে দিন৷ এবার ব্যবসা চলাকালীন যা লাভ হবে তার থেকে কিছু অংশ আপনি গণেশ ঠাকুরের উদ্দেশ্যে ব্যবসাস্থানে টাকা রাখার স্থানে বা টাকা রাখার ঘটে রাখতে থাকুন৷ এই প্রক্রিয়াটি সারা বছর ধরে করুন এবং বছর শেষে সেই টাকা দিয়ে তাঁর পুজো স্থানটি সাজান৷ তাঁর নামে দেওয়া মিষ্টি ও ফলমূল শিশুদের মধ্যে বিতরণ করুন৷ দেখবেন আপনার ব্যবসা দিন দিন ফুলে ফেঁপে উঠবে৷


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *