বিয়েতে বাধা- বিঘ্ন দূর করবার নিয়ম / Eliminate obstacles before marriage

মেয়ের বিয়ের জন্য কোনও কারণে সুযোগ্য বর না পাওয়া গেলে মেয়েকে যে কোনও বৃহস্পতিবারে সকালে স্নান-ক্রিয়া সেরে বেসনের লাড্ডূ নিজেকে তৈরী করতে হবে। এগুলির সংখ্যা ১০৯ টি হওয়া চাই।তারপর প্লাস্টিকের হলুদ ঝুড়িতে হলুদ কাপড় বিছিয়ে উক্ত লাড্ডূগুলি এতে রেখে দিন ও কিছু দক্ষিণা দিয়ে দিন। বাড়ির কাছে কোনও শিবমন্দিরে গিয়ে বিয়ের জন্য প্রার্থনা করে বাড়িতে ফিরে আসুন। 

1) বিবাহেচ্ছুকেরা গৌরী শঙ্কর রুদ্রাক্ষকে তাঁর সাথে রাখবে। তিনি তার বা তার পার্সে এটিকে রাখতে পারেন বা শুধু তাঁর বাড়ির একটি পূজা স্থানে রাখতে পারেন।

2) বিবাহেচ্ছুকেরা গুঁড়ো হলুদ মিশিয়ে মিশ্রিত জল দিয়ে স্নান করবে।

3) বিবাহেচ্ছুকেরা তাঁর বাড়িতে তার একটি তুলসী গাছ রাখবে এবং কেশর মিশানো জল দেবে।

4) বিবাহেচ্ছুকেরা প্রতিদিন একটি গরুকে খাওয়ার জন্যে  তাজা ঘাস প্রদান করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *