সর্দি, কাশি, মাথা যন্ত্রনা, জ্বর, চোখ থেকে জল পড়া অথবা কফ, নাক থেকে নির্গত হলে চা পান লাভবান হয়ে থাকে৷ এতে ঠাণ্ডা দূর হয়ে শরীরে গরম ভাব উৎপন্ন হবে৷
শরীরে কোনও অংশ পুড়ে গেলে ফুটন্ত চায়ের জল ঠান্ডা করে নিতে হবে৷ এরপর পরিষ্কার কাপড় ভিজিয়ে পোড়া জায়গায় রেখে দিতে হবে অথবা বেঁধে দিতে হবে৷ এই বাঁধনটি ক্রমাগত পাল্টাতে হবে৷ এতে ফোস্কা পড়ার সম্ভাবনা থাকবে না ও ত্বকে পোড়া দাগ বিলীন হয়ে যাবে৷
অর্শ রোগে
চায়ের পাতা জলের সাথে বেটে নিয়ে গরম করুন ও গরম গরম চা বাটা অর্শের স্থানে লেপন করুন৷ এতে অর্শের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়৷ চা পাতাকে বেটে মলম তৈরি করে নিন ও এটিকে গরম করে ক্ষতস্থানে লাগান৷ এই মলমটি ব্যবহার করলে অর্শের ঘা শুকিয়ে যাবে৷
আমাশয় থেকে মুক্তি পেতে
চা-এ পলিফিনল উপাদান থাকে, যা আমাশয়ের জীবাণুকে নষ্ট করে দেয়৷ আমাশয় রোগী চা পান করতে পারে৷ এতে লাভ পাওয়া যায়৷
শরীরে মেদ ভাব কমাতে
পুদিনা দিয়ে চা পান করলে ভাল ফল পাওয়া যায়৷
গলা ব্যথা হলে
চা পাতা ফুটিয়ে ও ছেঁকে নিয়ে এই জল দিয়ে গার্গেল করলে আরাম পাওয়া যায়৷