দুইটি কার্যকরী টোটকা / Two effective totka

পেটের রোগ দূর করতে

প্রতিদিন দুবেলা পেটভরে ভাত বা রুটি খাবার পর খাবার জল দিয়ে এঁটোহাত  ও এঁটো বাসনের যে দিকটায় খাওয়া হয়েছে সেই দিকটি ধুয়ে ওই ধোয়া এঁটো জল একনিঃশ্বাসে চুমুক দিয়ে খেয়ে ফেলতে হবে। এভাবে প্রতিদিন দুবেলা খাবার ফলে অম্বল, গ্যাস ও বদহজমের কঠিন সমস্যা চিরতরে দূর হয়ে যাবে। এই মুষ্টিযোগ তন্ত্রে নিখরচায় সুস্থ থাকুন, ভালো থাকুন।

ভয়ানক স্বপ্ণ থেকে মুক্তির নিয়ম

ঘুমের মধ্যে অনেক সময় ভয়াবহ জিনিস দেখা যায়৷ স্বপ্ণের মধ্যে কোনও কঙ্কাল, অস্ত্র-শস্ত্র, বন্য পশু ইত্যাদি দেখা গেলে বা এই সমস্যা থেকে মুক্তি পেতে কিছু নিখুঁত ও প্রভাবশালী টোটকা রয়েছে, যার সাহায্য আপনি এই ধরনের ভয়াবহ ও ভয়ানক স্বপ্ণ থেকে মুক্তি পেতে পারেন৷

স্বপ্ণে আত্মা, কঙ্কাল, অস্থি দেখা গেলে সর্বপ্রথম আমরা যে ঘরে থাকি সেখানে দুর্গাপাঠের আয়োজন করুন ও ব্রাহ্মণ দ্বারা কম করে ৫১ বা ১০১ পাঠ অবশ্যই করুন৷ এই ক্রিয়ার সাহায্যে সমস্ত ধরনের স্বপ্ণ থেকে মুক্তি পেয়ে যাবেন৷


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *