আমলকির কিছু উপকারিতা / Some benefits of Amalki

চুলের সমস্যা : আমলকির গুঁড়ো একটি পাত্রে রাত্রিবেলায় জলে ভিজিয়ে রাখুন৷ সকালে প্রতিদিন এই জল দিয়ে চুল ধুয়ে নিলে গোড়া শক্ত হয়৷ চুলের সৌন্দর্য বৃদ্ধি হবে ও মেহেন্দি মিশিয়ে চুলে লাগালে চুল আরও কালো হয়ে যাবে৷

প্রস্রাবে জ্বলন : আধ কাপ আমলকির রসে ২ চামচ মধু মিশিয়ে খান৷ সবুজ আমলকির রস ৫০ মিলিলিটার, চিনি অথবা মধু ২৫ গ্রাম অল্প জলে মিশিয়ে সকাল সন্ধে পান করুন৷ এটি একটি খোরাকের মাপ৷ এতে প্রস্রাবের জ্বালা থাকবে না ও শীঘ্রপতন দূর হয়ে যাবে৷ 

তোতলামি : শিশুদের ১টি তাজা আমলকি প্রতিদিন কিছুদিনের জন্য চিবাতে দিন৷ এতে জিভ পাতলা, গলার কণ্ঠস্বর পরিষ্কার ও তোতলামি দূর হয়ে যাবে৷

তোতলামিতে কাঁচা, পাকা আমলকি কিছুক্ষন ধরে চুষলেও ভালো ফল পাওয়া যায়৷

রক্তস্রাব : স্রাবের স্থানে আমলকির তাজা রস লেপন করুন, রক্তস্রাব বন্ধ হয়ে যাবে৷

ধাতু দূর্বলতা : এক চামচ ঘি এর সঙ্গে দুই চামচ আমলকির রস মিশিয়ে দিনে তিন বার কম করে ৭ দিন খান৷

৬৷ চোখের সমস্যা হলে : প্রায় ২০ থেকে ৫০ গ্রাম আমলকি ভালোভাবে বেটে নিয়ে ৫০০ মিলিলিটার জলে  ২ ঘন্টা পর্যন্ত সিদ্ধ করে সেই জলটিকে দিনে ৩ বার চোখে দিলে ভালো ফল পাওয়া যায়৷ তাজা আমলকিফুটো করলে যে পদার্থ বের হয় সেটিকে চোখের চারপাশে লেপন করলে ফল পাওয়া যায়৷ প্রায় ৬ গ্রাম আমলকি বেটে নিয়ে ঠান্ডা জলে ভিজিয়ে রাখুন৷ ২-৩ ঘন্টা পর সেই আমলকিগুলিকে নিংড়ে ফেলে দিন ও সেই জলে পুনরায় আমলকি ভেজান৷ ২-৩ ঘন্টা পর সেগুলিকেও নিংড়ে ফেলে দিন৷ এইভাবে ক্রিয়াটি ৩-৪ বার করার পর সেই জলটিকে চোখে দিতে হবে৷ এতে চোখের ফোলা ভালো হয়ে যায়৷ আমলকির রস পান করলে চোখের দৃষ্টিশক্তি বৃদ্ধি পায়৷ আমলকির সাথে সবুজ ধনে বেঁটে সেবন করলে চোখের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়৷


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *