পেঁচার ১-২ পালক ও ১-২ গামলা শুদ্ধ গোরোচন-এগুলিকে একসঙ্গে একটি তামার খোলে ভরে যদি পকেট অথবা সিন্দুকে রাখা হয় তাহলে পকেটে কখনও টান পরবে না।
শুক্ল পক্ষের মঙ্গলবারে লাল চন্দনের পাউডার অর্থ রাখবার স্থানে ছড়িয়ে দিলে অর্থ সমাগম ভালোভাবে হতে থাকে।
সাদা আকন্দ ফুলের চারাগাছ গামলায় রেখে তার পরিচর্যা করলে আপনার বাড়িতে সর্বদা উন্নতি হতে থাকবে।
ধাতু নির্মিত গনেশের মূর্তি রাখলে মানুষের অর্থ প্রাপ্তি হয়ে থাকে। গনেশ প্রতিমা বাড়িতে স্থাপনা করলে শত্রূভয় থেকে মুক্তি পাওয়া যায়।
গনেশের প্রতিমা বুধবারে নিজের পূজোর জায়গায় স্থাপন করুন ও প্রতিদিন তার সামনে গোলাপের ধূপকাঠি ও তেলের প্রদীপ জ্বালালে ব্যক্তির সকল কার্য সফল হয়ে যাবে।
জীবনে সফলতা না আসলে তাকে অবশ্যই গনেশের প্রতিমা স্থাপন করা উচিত।
যে পরিবারে সাদা গনেশের মূর্তি থাকে,সেখানে দারিদ্র নাশ হয়ে থাকে।
ধন-সম্পত্তি,সুখ-সোভাগ্য,ঐশ্চর্য ও প্রসন্নতার জন্য সাদা গনেশের ন্যায় শ্রেষ্ঠ যন্ত্রম আর কিছু হয় না।