অনাবশ্যক অথবা অপ্রয়োজনীয় জিনিস শনিবারে বিক্রি করুন।
দক্ষিণাবর্তী শঙ্খটির স্থাপনা নিজের পুজোর ঘরে করুন। এটি লক্ষ্মীর প্রতিরূপ। এতে মালক্ষ্মী প্রসন্ন থাকেন। এতে বাড়িতে সুখ ও সমৃদ্ধি হয়ে থাকে।
বৃহস্পতিবার দিন বাড়ির মেঝে কখনও পুছবেন না।
সন্ধ্যের পরে নোংরা-আবর্জনা বাইরে ফেলবেন না। বিকাল হবার আগে শুকনো কাপড় যা শুকাবার জন্য দিয়েছিলেন,সেগুলি তুলে আনুন।
ব্যাঙ্কের বই,চেক বই, টাকা-পয়সা ইত্যাদি যে আলমারিতে রাখেন,তার মুখ উত্তর দিকে রাখুন।
নিজের ঘরের মন্দিরে স্বচ্ছ স্ফটিকের শিবলিঙ্গের স্থাপনা করুন। এটি সুখ সমৃদ্ধির পরিবেশ সৃষ্টি করে।