পরিবারের উন্নতির জন্য যতই চেষ্টা করুন না কেন,প্রায়শই কিছু না কিছু হ্রাস হতেই থাকে। উন্নতি হয় না। অতএব উন্নতির জন্য রান্নাঘরে অল্প পরিমানে কচুরিপানা এনে ঝুলিয়ে দিতে হবে। যতক্ষন এটি থাকবে,বাড়িতে উন্নতি হতে থাকবে। কচুরিপানাগুলি কাপড়ে ঢেকে রেখে দিন। কচুরিপানা প্রায়শই বর্ষার সময় পাওয়া যায়।
মঙ্গলবার দিন দুপুরে অভিজিত মুহূর্তে,সময় ১১.৪০ থেকে ১২.১০ এর মধ্যে নিজের ইস্টদেবের সামনে বসে পড়তে হবে। একটি পাটাতনে চারকোনা চকচকে লাল কাপড় পেতে দিন। তারপর ইষ্টদেবের স্বরণ করে নিতে হবে। লাল কাপড়ে লাল চন্দনের টুকরো,গোটা লাল গোলাপ ফুল ও কুমকুম ছড়িয়ে দিন। ইষ্টদেবের কাছে সঞ্চয়ের জন্য প্রার্থনা করুন। এই বস্তুগুলিকে কাপড়ে একসঙ্গে বেঁধে নিন। এই পুঁটলিটি নিজের আলমারী,সিন্দুক,ক্যাশ বাক্স,যেখানে আপনি টাকা-পয়সা রাখেন,সেখানে রেখে দিন। সঞ্চয় হতে থাকবে।