নতুন বাড়ি তৈরি করবার নিয়ম / Rules for building a new house

নতুন বাড়ি তৈরি করবার নিয়ম

যে ব্যক্তি শত প্রচেষ্টার পরও নিজের বাড়ি তৈরি করতে না পারেন, সে এই টোটকাটিকে করতে পারেন৷ প্রত্যেক শুক্রবার নিয়ম করে কোনও ক্ষুধার্তকে খাবার খাওয়ান ও রবিবার দিন গরুকে গুড় খাওয়ান৷ এভাবে নিয়মিত করলে আপনার  সম্পত্তি বৃদ্ধি পাবে ও পৈতৃক সম্পত্তি প্রাপ্ত হবে৷ যদি সম্ভব হয় তাহলে সকালে স্নান, ধ্যান ইত্যাদির পরে নিচের মন্ত্রটি জপ করুন:

ওঁ পদ্মাবতি পদ্ম কুশী বজ্রবজরাংপুশী প্রতিব ভবন্তি ভবন্তি

এই নিয়মটি নবরাত্রির দিনে অষ্টমী তিথিতে করা হয়৷ এই দিন সকালে উঠে পুজোর স্থানে গঙ্গাজল বা কুয়োর জলের ছিটা দিন৷ তারপর একটি পাটাতনের উপর মা দুর্গার ছবির সামনে পূর্বদিকে মুখ করে তার উপর ৫ গ্রাম ওজনের মুদ্রা  বা পয়সা রাখুন৷ তার উপর কুমকুম, লাল চন্দন ও একটি গোলাপ ফুল দিন৷ মায়ের কাছে প্রার্থনা করুন৷ এগুলিকে একটি কাপড়ে বেঁধে নিজের গলা, সিন্দুক, অথবা আলমারিতে রাখুন৷ এই টোটকাটি প্রত্যেক ৬ মাস অন্তর পুনরায় করতে থাকুন৷


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *