চমৎকারী টোটকা ১ / Magical Tips 1

১ অশ্বথ গাছের ছায়াতে দাঁড়িয়ে লোহার পাত্রে জল,চিনি,শুদ্ধ ঘি এবং দুধ মিশিয়ে এর শিকড়ে ঢাললে বাড়িতে দীর্ঘ সময় পর্যন্ত সুখ-সমৃদ্ধি বিরাজ করে ও লক্ষ্মীর স্থায়ী বাস হয়ে থাকে। 

২ যদি আপনি অনুভব করেন যে,সময়ের আগেই পুরুষ অথবা মহিলার চুল পেকে গিয়েছে,ব্যবসার স্থানে ভালোভাবে অর্থের সমাগম হচ্ছে না,মানহানি,হওয়া কাজে বাধার সৃষ্টি,সুখের পরিবর্তে দুঃখ ও নিরাশা দেখা যায়, তখন পরিবারের সকল সদ্যসদের কাছ থেকে পয়সা নিয়ে গুরুধামে অর্পণ করুন,এভাবে অনিষ্টকারী ফলের নাশ হয়ে থাকে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *