কাজে বাধা, বিক্রি বাড়ানো ও ব্যবসায় সাফল্যের জন্য টোটকা / Tips for barriers to work, increase sales and business success

বিক্রি বাড়ানোর জন্য

১১টি গোমতী চক্র ও তিনটি ছোট নারকেলকে নিয়ম করে পুজো করুন ও সেটিকে হলুদ কাপড়ে বেঁধে বুধবার অথবা শুক্রবার নিজের বাড়ির দরজায় ঝুলিয়ে রাখুন ও প্রত্যেক পূর্ণিমায় ধূপ ও দীপ জ্বালান৷ এই কাজটি নিষ্ঠা সহকারে নিয়মিতভাবে করুন, তাতে গ্রাহক সংখ্যা বাড়বে এবং সাথে সাথে বিক্রিও বাড়বে৷

ব্যবসায়িক সাফল্যের জন্য

ব্যবসায়িক সফলতার জন্য অমাবস্যার দিন নিজের বাড়িকে ভালোভাবে পরিষ্কার করুন৷ তারপর পরিবারের সকল সদস্য স্নান করে শুদ্ধ বস্ত্র ধারণ করে এক জায়গায় একত্র হয়ে নিজেদের মাঝে একটি চৌকি রেখে তাতে লাল বস্ত্র পেতে দিন৷ বস্ত্রের উপর ১১ মুঠ মসুরের দানা রেখে তার উপর একটি চারমুখী প্রদীপ জ্বালিয়ে দিন৷ তারপর বাড়ির প্রত্যেক সদস্য সুন্দর কাণ্ড পাঠ করুন, সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবেন৷

কাজে বার বার বাধা আসতে থাকলে

যদি কাজে বার বার অনাবশ্যক বাধা আসে তাহলে আপনি নিজের বাড়িতে শনিবার দিন তুলসী গাছের চারা রোপন করুন ও প্রতিদিন সকালে ও বিকালে ঘি-এর প্রদীপ জ্বালান, এতে কাজে ক্রমাগত আসা সমস্যার সমাধান খুব সহজেই হয়ে যাবে৷


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *