শুক্ল পক্ষের বৃহস্পতিবারে বাড়ি অথবা ব্যবসার স্থানে মুখ্য দ্বারের একটি কোন গঙ্গাজল দিয়ে ধুয়ে নিন। এরপর হলুদ দিয়ে স্বস্তিক বানান। তাতে কিছুটা ছোলার ডাল ও গুড় রেখে দিন। এরপর স্বস্তিকটিকে দেখবেন না। ঈশ্বরের কৃপায় আপনি শীঘ্রই লাভের মুখ দেখতে পাবেন। এটি একটি শুদ্ধ সাত্বিক ক্রিয়া।
তামার ঘটি (ঢাকনা সমেত), রুপোর সর্প-সার্পিনীর জোড়া, রুপোর একটি ছোট পাত্র ,পুজোর পাঁচটি ছোট সুপারি,হলুদের সাতটি গোটা দানা এই সব দ্রব্যগুলো ঘটিতে জল ভরে দিয়ে দিন। এরপর ঢাকনাটি ভালো করে লাগিয়ে দিন। এরপর এই ঘটিটি মুখ্য দ্বারে পশ্চিম দিকে পুঁতে দিন। যদি সম্ভব হয় তাহলে কোনোও তান্ত্রিক অথবা বিদ্বান পন্ডিতের পরামর্শ নিয়ে নিন যাতে কোনোও ত্রূটি না থাকে। এতে ধন প্রাপ্তির পথ সুগম হয়।