সংসারে সুখ শান্তি বজায় রাখার টোটকা / Totkas to maintain happiness and peace in the world

আপনার বাড়িতে পূর্ব ও দক্ষিণ কোণে যদি ভুলবশতঃ কোনও জলের ব্যবস্থা করা হয় তাহলে বাস্তু শাস্ত্র অনুযায়ী অনেকটাই ক্ষতিকর৷ এইজন্য ২৪ ঘন্টা সেই স্থানে একটি লাল বাল্ব জ্বালিয়ে রাখুন৷ সন্ধ্যাবেলায় সেই স্থানে একটি প্রদীপ অবশ্যই জ্বালান৷

বাড়িতে যতগুলি দরজা রয়েছে, এগুলিতে মাঝে-মাঝে তেল অবশ্যই দিতে থাকুন৷ এর থেকে কোনও ধরনের শব্দ আসা উচিত নয়৷

কোনও দিন যদি বাড়িতে শিশু সকালে ঘুম থেকে উঠে কিছু খেতে চায় অথবা বিনা কারণে কাঁদতে থাকে তাহলে বাড়ির প্রত্যেক সদস্যকে সাবধান থাকতে হবে কারণ এটি একটি অশুভ লক্ষণ৷

কখনও কাউকে ভিক্ষা দেবার সময় তাকে বাড়ির ভিতরে আসতে দেবেন না৷ ভিক্ষা বাড়ির ভিতর থেকে করুন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *