এই মন্ত্রটি জপ্ করা যথেষ্টই সহজ ও সরল। যে মনের মতো স্বামী লাভ করতে চাইছে , সেই কুমারী কন্যা প্রতিদিন একই সময়ে একই আসনে শুদ্ধচিত্তে ও শুদ্ধবস্ত্রে মন্ত্রের প্রতি পূর্ণ বিশ্বাস নিয়ে মন্ত্রটি ১০৮ বার করে জপ্ করবেন। এক শত আট বার করে এই মন্ত্রটি জপ্ করে যেতে হবে। কন্যা উত্তর বা পূর্ব দিকে মুখ করে বসবেন। সামনে চতুর্ভূজ শ্রী শ্রী নারায়ণের একটি চিত্র ও না দুর্গার একটি চিত্র রাখবেন, ও কিছু সুগন্ধি ধূপকাঠি ও একটি প্রদীপ জ্বেলে নেবেন।
মন্ত্রটি কমপক্ষে ৯০ দিন জপ্ করে যেতে হবেই। ৯০ দিন অর্থাৎ তিন মাস মন্ত্রটি সাত মনে ও গভীর মনোযোগ সহকারে জপ্ করে যাবেন। অবশ্যই মন বাসনা পূর্ণ হয়ে যাবে। যদিও আমি অবশ্যই একথা মনে করিয়ে দিতে চাই,এই ব্লগে আমি প্রায় প্রতিদিন কোনো না কোনো বিষয়ে নিবন্ধ্ লিখছি তা সে জ্যোতিষ বা তন্ত্র বা আরো অনেক ভবিষ্যৎ দর্শন সম্বন্ধীয়। আমার তথ্যের উপর ভিত্তি করে যারা কোনো মন্ত্র জপ্ বা যন্ত্রম তৈরী করবেন , তাদের অবশ্যই মনে রাখতে হবে , যে কোনো মন্ত্র বা তন্ত্রের ফলাফলের জন্য আমি বা আমার এই সাধু প্রয়াসটি অর্থাৎ আমার এই ব্লগটির কোনো ভাবেই দায়দায়িত্ত্ব থাকবেনা।
কারণ যিনি এই মন্ত্র বা তন্ত্রগুলির অভ্যাস করবেন তার দ্বারা কৃত কর্মের ত্রুটিবিচ্যুতির ফলে কোনো অসুবিধা বা অসাফল্য হতেই পারে। তার দায়ভার আমার বা আমার এই ব্লগটির থাকবে না। মূলত এটি একটি তথ্য ও শিক্ষা মূলক এবং সর্বোপরি সেবা মূলক ব্লগ হিসাবেই সারা বিশ্বে প্রতিষ্ঠিত রয়েছে। যাইহোক, যিনি এই মন্ত্রটি জপ্ করবেন, তিনি অবশ্যই একথাও মনে রাখবেন, যে পারলে এই তিনমাস নিরামিষ আহার করতে পারলে ভালো হয়, ও কুমড়ো বা চালকুমড়া খাবেন না, এবং লাউ খাবেন না, কোনো ফলন্ত গাছ কাটবেন না। এবং কার্যসিদ্ধি না হাওয়া পর্যন্ত একথা পাঁচকান করবেন না। কোনো বিষয়ে বুঝতে অসুবিধা হলে আমার এই ব্লগে সাবস্ক্রাইব করে ইমেইল করে জেনে নেবেন।
যিনি এই মন্ত্রটি জপ্ করতে চাইবেন, তিনি যে কোনো শুক্ল পক্ষের প্রথম রবিবার সকল ৯ টার মধ্যে জপ্ শুরু করবেন।
মন্ত্রঃ ” ওঁ হ্রীং হং সঃ সত্বর মম বিবাহ ভবতু । ”
