শুক্ল পক্ষের রবিবারে ৫টি লং নিয়ে শরীরের এমন স্থানে রাখুন যেখানে ঘাম হয়। এরপর এই লংগুলিকে শুকিয়ে নিয়ে চূর্ণ তৈরী করুন। তারপর এই চূর্ণ কোনও বীজে মিশিয়ে তাকে খাইয়ে দিলে সে আপনার প্রতি আকর্ষিত হবে।
যদি বিগত কয়েক বছর ধরে স্বামীর রুচি স্ত্রীর প্রতি কম হয়ে গেছে,তাহলে আপনারা একসঙ্গে ভোজন করুন ও খাবার সময় গোপন ভাবে স্ত্রী নিজের থালা থেকে কিছুটা খাদ্য নিয়ে স্বামীর খাবারে দিয়ে দিন। এই ক্রিয়াটি করলে স্বামী আবার পুনরায় স্ত্রীর প্রতি আকর্ষিত হবে।