১৷ ৫০ গ্রাম কালো তিল, রাই সর্ষে ব্যবসার স্থুলের মূল দরজায় রাখতে হবে৷ এতে বেচাকেনা বাড়ে৷
২৷ যদি দোকান বা ব্যবসা ঠিক মতো না চলে, তবে শনিবার দিন ৮টি পান পাতা, ৫টি অশ্বথ পাতা, লাল সুতোয় মালার মত বেঁধে ব্যবসাস্থল বা দোকানের পূর্ব দিকে বেঁধে দিন, এতে ব্যবসার গতি ঠিক হয়ে যাবে৷
৩৷ যদি দোকানের আয়ের কোনও উন্নতি না হয় , তবে ব্যবসা স্থল বা দোকানের মূল দরজার সামনে মাটিতে তেঁতুল কাঠ দিয়ে ৮ ইঞ্চি সরু কীলক বানিয়ে পুঁতে দিন৷ ব্যবসা বা দোকান ঠিক মতোই চলবে৷
৪৷ যদি ব্যবসা করতে করতে ক্রমাগত লোকসান হতে থাকে, তাহলে অশ্বথ গাছের বা বট গাছের ঝুড়ি কিছুটা নিয়ে রেশমী কাপড়ে বেঁধে দোকানের মুখ্য দরজার বাম পাশে টানিয়ে দিন৷ ব্যবসায়ে লোকসান বন্ধ হয়ে যাবে৷
৫৷ যেকোনও বুধবার দিন ৭টি লাড্ডু নিয়ে ঘড়ির কাটা যেভাবে ঘোরে সেইভাবে ব্যবসায়ী নিজের মাথার উপর ৭বার ঘুরিয়ে সূর্যোদয়ের আগে সাদা রঙের গরুকে লাড্ডু গুলি খাইয়ে ঘরে ফিরে আসুন৷ ভুলেও পিছনে ফিরে তাকাবেন না৷ ব্যবসায়ে লাভের পরিমান বাড়বে৷
