পদ্মপাতায় গোরোচন দিয়ে মনোবাঞ্ছিত স্ত্রীর নাম লিখুন তারপর শনিবার দিন গোরোচনের তিলক কপালে দিলে নিশ্চিত ভাবে সেই স্ত্রী বশীভূত হয়ে যাবে৷
জুঁই ফুল ও কাপড় জ্বালিয়ে তার কালি দিয়ে শুক্রবার দিন কপালে কাজল পড়ুন৷ কাজল তৈরি করতে রেড়ির তেল ব্যবহার করুন৷ এই কাজলটিকে দুই চোখে দিয়ে দেখা মাত্র স্ত্রী বশীভূত হয়ে যাবে৷ এই প্রয়োগটি প্রবল তান্ত্রিক ক্রিয়া ও মন্ত্র ছাড়াই এটি সিদ্ধ হয়ে যায়৷
ডালিমের পাঁচটি তন্ত্র (পাতা, ফল, ফুল, ডাল, শিকড়) এগুলিকে সাদা সরষের সাথে বেটে নিয়ে যোনিতে লাগালে কালো স্ত্রী ও স্বামীর সাথে মিলন করলে সে পূর্ণ রূপে নিজের বশে এসে যায়৷
জুঁই ফুলকে তিতা তেলে মিশিয়ে নিজের যোনিতে লেপন করে যে স্ত্রী পুরুষের সাথে মিলন করবে, সে তৎক্ষণাৎ তাকে বশীভূত করে নেবে৷