পূর্ণিমার টোটকা / totka for full moon

১৷ পূর্ণিমার দিন সকালে উঠে নিত্য কাজ সেরে অশ্বত্থ গাছের নিচে মা লক্ষ্মীর পুজো করুন ও মা লক্ষ্মীকে বাড়িতে নিবাস করবার জন্য আমন্ত্রণ দিন৷ এতে মা লক্ষ্মীর কৃপা সারা বছর আপনার উপরে থাকবে৷

২৷ পূর্ণিমার দিন মা লক্ষ্মীকে প্রসন্ন করবার জন্য কোনও অসহায় বিবাহিতা মহিলাকে বিবাহের সামগ্রী প্রদান করুন৷

৩৷ পূর্ণিমার দিন মা লক্ষ্মীকে মন্দিরে গিয়ে ঝাড়ু প্রদান করুন৷

৪৷ পূর্ণিমার দিন কোনও লক্ষ্মী মন্ত্রের একটি মালা জপ করুন৷

৫৷ পূর্ণিমার দিন মা লক্ষ্মীর মন্দিরে সুগন্ধী ও সুগন্ধী ধূপকাঠি প্রদান করুন৷

৬৷ পূর্ণিমার দিন চন্দ্র উদয়ের সময় চন্দ্রকে কাঁচা দুধে চিনি ও চাল মিশ্রিত করে ‘ওঁ এং ক্লিং সোমায় নমঃ’ মন্ত্রটি জপ করে অর্ঘ্য দিতে হবে৷

৭৷ পূর্ণিমার দিন শিবকে কাঁচা দুধ ও মধু দিয়ে অভিষেক করলে শিবঠাকুর প্রসন্ন হন৷

Pages

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *