পরীক্ষায় সফল হবার টোটকা / Totka for passing the test

প্রতিদিন সকালে স্নান সেরে পরিষ্কার কাপড় পরিধান করে নিজের ইষ্টদেবের সামনে ৩ টি ধূপকাঠি জ্বালিয়ে নিজের মনোস্কামনা ব্যক্ত করুন৷ তার পরেই পড়াশোনা আরম্ভ করুন৷

পরীক্ষা দিতে যাবার আগে নিজের ইষ্টদেবের সামনে ৩টি ধূপকাঠি জ্বালিয়ে নিজের মনোস্কামনা ব্যক্ত করুন৷

পরীক্ষা দিতে যাবার আগে দই ও চিনি (মিছরি) অথবা গুড় খেয়ে বাড়ি থেকে বেরোন৷

পরীক্ষার দিন পোশাক পরিধান করার সময় জামা বা প্যান্ট যাই হোক না কেন, নিজের ডান পা ও ডান হাত সর্বপ্রথম জামা বা প্যান্টে দিন৷

জুতো বা মোজা পরবার সময়ে ডান পায়ে সর্বপ্রথম পরুন৷

পন্ডিতদের মত অনুযায়ী বাড়ি থেকে বেরোবার সময় ডান পা আগে বাড়ান৷ পরীক্ষার ঘরেও সর্বপ্রথম ডান পা দিয়ে প্রবেশ করুন৷


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *